নিজস্ব প্রতিবেদক অফিস ফাইল বা ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও ক্লাউডে জমা রাখার অন্যতম একটি প্ল্যাটফর্ম হলো গুগল ক্লাউড । ২০২১ সালে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল অফলাইনে ব্যবহার করার ফিচার চালু করে । তবে এটি ইন্টারনেট কানেকশন ছাড়াও ব্যবহার করা যায় । এর জন্য জানতে হবে কিছু কৌশল ।
সর্বপ্রথম ২০১৯ সালে অফলাইন ফিচারের বেটা টেস্টিং শুরু করে গুগল । সেখানে নন- গুগল ফাইল, ব্রাউজার থেকে ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহারিক পদ্ধতি দেখানো হয় । পরে ২০২১ সালে সব গ্রাহকের জন্যই ফিচারটি উন্মোচিত হয় । ফলে গুগল ড্রাইভে পিডিএফ, ইমেজ ও মাইক্রোসফট অফিস ডকুমেন্ট থাকলেও তা অফলাইনে অ্যাকসেস করা যাবে ।
0 মন্তব্যসমূহ