বক্স অফিস ভেঙেচুরে একাকার করে দিয়েছে রণবীর ‘অ্যানিমেল’ মুভি

 ‘অ্যানিমেল’ মুভি বক্স অফিস ভেঙেচুরে একাকার করে দিয়েছে

Animal movie


মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র অ্যানিমেল। আর প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথম দিনেই সুনামির বেগে ঝড় তুলেছে চলচ্চিত্রটি। ভারতীয় বক্স অফিসে ৬৩ কোটি রুপি আয় করে নিয়েছে। বিশ্বব্যাপী আয় করেছে ১১৬ কোটি রুপি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমাটি ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিন হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে। কোনো বিশেষ ছুটির বাইরে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের নজির গড়েছে অ্যানিমেল। অ্যানিমেলের আয় প্রত্যাশা ছাপিয়ে গেছে রণবীর ভক্তদের। সিনেমাটি মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল, এটি রণবীরের ক্যারিয়ারসেরা সিনেমা হতে যাচ্ছে। যার প্রতিফলন প্রথম দিনেই দেখা গেল বক্স অফিসে। এখন পর্যন্ত রণবীরের সবচেয়ে বড় হিট হলো ‘সঞ্জু’, যেটি ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে।

 কিন্তু তার পর থেকে অভিনেতার কোনো সিনেমা এতটা ব্যবসা সফল হয়নি। চার বছরের মধ্যে তার একমাত্র সিনেমা ‘শামশেরা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ‘ব্রহ্মাস্ত্র’ হিটের মুখ দেখলেও সেটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি। সর্বশেষ ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ বক্স অফিসে হিট হয়। তবে ‘অ্যানিমেল’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে নিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ